• Call Us01886340308
  • Login

অধ্যক্ষের (ভারপ্রাপ্ত) কথা

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আদর্শ ও পরিকল্পিত শিক্ষার মাধ্যমেই একজন মানুষ সত্যিকারের মানুষে পরিণত হয়। বাংলাদেশের ত্রিমুখী শিক্ষাধারার মধ্যে আলিয়া মাদ্রাসার শিক্ষাধারা একটি ভারসাম্যপূর্ণ শিক্ষা ধারা। এতে একদিকে বৈষয়িক দক্ষতা অর্জনের জন্য বাংলা, আরবি, গণিত, ইংরেজি, বিজ্ঞান ও আইসিটির মতো গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেমন রয়েছে, তেমনি সৎ, চরিত্রবান, বিনয়ী ও যোগ্য আলেম তৈরীর জন্য রয়েছে কুরআন, হাদিস, আকাইদ ও ফিকহের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের সমাহার।
মাহারাত মডেল মাদ্রাসা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলিবাসের আলোকে বাংলা, ইংরেজি ও আরবি ভার্সনে পরিচালিত আলিয়া ধারার একটি আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে থাকছে কোমলমতি শিশুদের জন্য মায়ের যত্নে মহিলা শিক্ষক দ্বারা পরিচালিত প্লে ও নার্সারী ক্লাস, শিক্ষার্থীদের মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা আরবি ও ইংরেজির উপর বিশেষ গুরুত্বারোপ, রয়েছে ডিজিটাল কন্টেন্ট এর মাধ্যমে বাংলা, ইংরেজি ও আরবি ভার্সনে শিক্ষাদানের ব্যবস্থা ও ক্লাসভিত্তিক হিফয পরিকল্পনা। ফলে এ মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা পাস করার পর তাদের প্রয়োজনীয় ও মৌলিক শিক্ষালাভ করে দেশের সনামধন্য কলেজ/বিশ্ববিদ্যালয়/ইসলামী বিশ্ববিদ্যালয়/মেডিকেল কলেজ/ইঞ্জিনিয়ারিং ইঊনিভার্সিটিতে লেখা-পড়ার সুযোগ লাভ করতে পারবে।
আলিয়া ধারার শিক্ষাব্যবস্থার পাশাপাশি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় হিফযুল কুরআন একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এর গুরুত্ব অনুধাবন করে দেশে অসংখ্য হিফয মাদ্রাসা প্রতিষ্ঠিত হলেও শিশুদের উপযোগী পরিবেশ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার করে মানসম্মত পাঠদানের অভাব লক্ষনীয়। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ^-চ্যালেঞ্জ মোকাবেলায় হিফযের পাশাপাশি সাধারণ ও বিজ্ঞান বিষয়েও দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। এসব চিন্তা করে হিফয, নূরানী ও নাজেরাসহ একটি অত্যাধুনিক পূর্ণাঙ্গ আলিয়া ধারার শিক্ষাকার্যক্রম পরিচালনার জন্য “অ্যাডভান্সড এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন” রাজধানীর উত্তরায় প্রতিষ্ঠা করেছে মাহারাত মডেল মাদ্রাসা।
প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও শ্রেণিবহির্ভুত কার্যক্রমের নান্দনিক পরিবেশ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী এবং সচেতন ব্যক্তিত্ব গঠনে সহায়ক এবং কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের এক আয়াসসাধ্য প্রচেষ্টা। এই মাদ্রাসার পরিচালনা পরিষদের সদস্যদের রয়েছে দেশী-বিদেশী উচ্চতর ডিগ্রী এবং প্রতিষ্ঠান পরিচালনার বাস্তব অভিজ্ঞতা। 
সুতরাং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে A Madrasah with an Excellence এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে মাহারাত মডেল মাদ্রাসা। আদর্শ ও গুণগত মানসম্পন্ন শিক্ষাই আমাদের অঙ্গীকার।
 
মুনকাদির সাদী আল-মাদানী
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
মাহারাত মডেল মাদ্রাসা